সৌদি আরবে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী গুলিতে আহত

বিস্ফোরক ভেস্ট পরা বলে সন্দেহ হওয়া এক ব্যক্তিকে গুলিতে আহত করে হাসপাতালে পাঠিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 05:11 AM
Updated : 16 August 2018, 05:11 AM

আল বুকাইরিয়াহ শহরের এ ঘটনায় গুলি বিনিময়ের পর ওই ব্যক্তি আহত হন বলে বৃহস্পতিবার ভোররাতে দেওয়া এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

‘ইসলামিক স্টেটের আদর্শ গ্রহণ করা’ ওই ব্যক্তির অবস্থান কর্তৃপক্ষ চিহ্নিত করতে সক্ষম হয় এবং তাকে কোনঠাসা করে ফেলে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সে আহত হয়। সন্দেহভাজন এই হামলাকারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি হজের মৌসুমে জঙ্গি হামলার আশঙ্কায় সৌদি আরবজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ লোক হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।