লম্বোকে ভূমিকম্পে ক্ষতি ৩৪ কোটি ২০ লাখ ডলার, মৃতের সংখ্যা ৪৩০

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পর্যটন দ্বীপ লম্বোকে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৪ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

>>রয়টার্স
Published : 13 August 2018, 01:01 PM
Updated : 13 August 2018, 01:33 PM

সোমবার পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৩০ পেরিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে সাড়ে তিন লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তারা খোলা আকাশের নিচে তাঁবুতে বাস করছে।

ভূমিকম্প দুর্গত কয়েকটি এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে ত্রাণ পৌঁছানোর গতি ধীর হয়ে পড়েছে।

এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। দ্বীপ পুনর্গঠনের মাধ্যমে আবারও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে শত কোটি রুপি এবং অনেক সময় প্রয়োজন।”

সোমবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো পরিস্থিতি পর্যবেক্ষণে লম্বোক দ্বীপে যান। তিনি উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম আরো ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

এক সপ্তাহের ব্যবধানে লম্বোকে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত লোকজন বাড়ি ফিরতে চাইছে না।