পাইলট ধর্মঘট, রায়ানেয়ারের ৪শ’ ফ্লাইট বাতিল

ইউরোপের ৫ টি দেশে আয়ারল্যান্ড ভিত্তিক বিমানসংস্থা রায়ানেয়ারের পাইলটরা ধর্মঘটে যাওয়ায় অন্তত ৪শ’ ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 12:22 PM
Updated : 10 August 2018, 12:33 PM

জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে রায়ানেয়ারের পাইলটরা শুক্রবার ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছে।

বেতন, শ্রম চুক্তি এবং কাজের পরিবেশ নিয়ে নাখোশ হয়েই মূলত পাইলটরা এর প্রতিবাদে ধর্মঘটে নেমেছে।

এতে ইউরোপজুড়ে প্রায় ৫৫ হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছে। এদের প্রায় ৪২ হাজার জন জার্মানির। কারণ, সেখানে বাতিল হয়েছে ২৫০ টি ফ্লাইট।

অন্যদিকে, বেলজিয়ামে বাতিল হয়েছে ১০৪ টি ফ্লাইট, সুইডেন ও আয়ারল্যান্ড মিলে আরো ৪২ টি এবং নেদারল্যান্ডসে প্রায় ২২ টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানসংস্থাটি বলেছে, তারা সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

নির্ধারিত ৮৫ শতাংশ ফ্লাইট শনিবার ঠিক সময়েই চলাচল করবে এবং ধর্মঘটে ভোগান্তিতে পড়া বেশিরভাগ মানুষকেই সংস্থাটির অন্যান্য ফ্লাইটে জায়গা দেওয়া হবে বলে জানিয়েছে রায়ানেয়ার।

কম খরচে যাতায়াতের জন্য বিশ্বখ্যাতি আছে রায়ানেয়ারের। ধর্মঘটের কারণে সংস্থাটির স্বল্প খরচের এ ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে জুলাইয়ে রায়ানেয়ারের বেলজিয়াম, পর্তুগাল, স্পেনের কেবিন ক্রুরা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকায় রায়ানেয়ারের ৩শ’ ফ্লাইট বাতিল করা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।