১১ অগাস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান

আগামী ১১ অগাস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 12:07 PM
Updated : 30 July 2018, 05:13 PM

রেডিও পাকিস্তান সোমবার ইমরানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

রাজধানী ইসলামাবাদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে নবনির্বাচিত আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে ইমরান একথা বলেন। খুব শিগগিরই প্রদেশটির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি।

গত ২৫ জুলাই পাকিস্তানের সর্বশেষ জাতীয় নির্বাচনে ১১৫টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

তবে দেশটির পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৩৭টি আসন না পাওয়ায় পিটিআই’কে জোট সরকার গঠন করতে হচ্ছে।

জোট গঠনের জন্য পিটিআই নেতারা এরই মধ্যে এমকিউএম-পি, জিডিএ, পিএমএল-কিউ, পিএপি এবং স্বতন্ত্রভাবে নির্বাচিত আইনপ্রণেতাদের সঙ্গে দেখা করেছেন।

ওদিকে, পিটিআই’র প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (৬৪ আসন) এবং পাকিস্তান পিপলস পার্টি (৪৩ আসন) পার্লামেন্টে ‘সমন্বিত ঐক্যমত্যের মাধ্যমে’ ইমরান সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলার ঘোষণা দিয়েছে।