পাকিস্তানে গ্রেনেড হামলায় আহত ২৫

পাকিস্তানে জাতীয় নির্বাচনের মাত্র একদিন আগে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গ্রেনেড হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 01:56 PM
Updated : 23 July 2018, 01:56 PM

পাকিস্তানের চাগি জেলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) কার্যালয়ে দুর্বৃত্তরাএ হামলা চালায় বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।

সিনহুয়া বার্তা সংস্থা জানায়, বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দালবানদিন শহরে রোববার রাতে বিএপি’র নির্বাচনী প্রচার কার্যালয়ে উপস্থিত লোকজনের ওপর দুর্বৃত্তরা হাত গ্রেনেড ছুড়ে মারে।

পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা গ্রেনেড বিস্ফোরণে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আহতদের অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নির্বাচনী প্রচার চলার মধ্যে রোববার এটি দ্বিতীয় বোমা হামলার ঘটনা।

পাকিস্তানে ২৫ জুলাইয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক সহিংস হামলা ঘটছে।

চলতি মাসে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ওপর অন্তত ৯ বার হামলা হয়েছে। গত তিন সপ্তাহে নির্বাচনী সমাবেশ ও দলীয় কার্যালয়ে হামলায় তিন বিশিষ্ট রাজনীতিবিদসহ কমপক্ষে ১৭০ জন নিহত এবং ২ শ’ জনের বেশি মানুষ আহত হয়।