আর্জেন্টিনায় আইএমএফের প্রধানকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দকে বহনকারী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আর্জেন্টিনায় জরুরি অবতরণ করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 03:58 AM
Updated : 23 July 2018, 04:14 AM

রোববার দেশটির রাজধানী বুয়েনোস আইরেসের এসেইসা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণে বাধ্য হয় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় খবরের কাগজ ক্লারিন ও লা ন্যাশিওন এবং স্থানীয় টেলিভিশন স্টেশন টিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইটটি বুয়েনোস আইরেস থেকে উত্তর দিকে প্রায় ২০০ কিলোমিটার এগিয়ে যাওয়ার পর বিমানটির কেবিন প্রেসার কমে যায়, এ কারণে সেটি ঘুরে ফের এসেইসা বিমানবন্দরে এসে ল্যান্ড করে।

জি২০-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রেসিডেন্টদের বৈঠক উপলক্ষে লাগার্দ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আর্জেন্টিনাতেই ছিলেন।

আইএমএফের এক মুখপাত্রকে ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেননি তিনি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলেও কোনো খবর পাওয়া যায়নি।