ভিয়েতনামে ক্রান্তীয় ঝড় সন টিংয়ে নিহত ২০, নিখোঁজ ১৬

ভিয়েতনামে ক্রান্তীয় ঝড় সন টিংয়ের তাণ্ডবে ২০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 04:15 PM
Updated : 21 July 2018, 04:18 PM

ক্রান্তীয় ঝড়টি বৃহস্পতিবার সাগর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় উঠে আসার পর থেকেই সেখানে ভারি বৃষ্টিপাত শুরু হয় বলে জানিয়েছে রয়টার্স। 

টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওই এলাকার পাঁচ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ১৬ জন নিখোঁজ ও ১৪ জন আহত হন বলে শনিবার জানিয়েছে দেশটির তল্লাশি ও উদ্ধার বিষয়ক জাতীয় কমিটি।

প্রবল বৃষ্টির কারণে রাজধানী হ্যানয়েও বন্যা দেখা দেয়, পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটে।

বৃষ্টি ও বন্যায় সারা দেশে ৮২ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে এবং প্রায় ১৭ হাজার গবাদিপশু মারা গেছে বলে তল্লাশি ও উদ্ধার বিষয়ক কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।

আগামী কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে শনিবার পৃথক এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা বিষয়ক স্টিয়ারিং কমিটি।