জাপানে তীব্র দাবদাহে প্রায় ৩০ জনের মৃত্যু, সতর্কতা জারি

জাপানজুড়ে তীব্র দাবদাহে প্রায় ৩০ জনের মৃত্যুর পর তাপপ্রবাহের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 12:01 PM
Updated : 21 July 2018, 01:39 PM

গত দুই সপ্তাহে তাপজনিত কারণে অসুস্থ কয়েক হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে খবর বিবিসির।

গত সপ্তাহের মাঝামাঝি জাপানের মধ্যাঞ্চলের তাপমাত্রা ৪০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। 

টানা সাতদিন ধরে কিয়োটোর তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে আছে। গত শতাব্দিতে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করার পর থেকে এ ধরনের প্রথম ঘটনা এটি।

মঙ্গলবার দেশটির আইচি এলাকায় শ্রেণিকক্ষের বাইরে একটি ক্লাস নেওয়ার সময় তীব্র গরমে ছয় বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়। এ ঘটনার পর জাপানের শিক্ষা মন্ত্রণালয় হিট স্ট্রোক প্রতিরোধে স্কুলগুলোকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

তাপজনিত অবসাদ দূর করতে লোকজনকে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

হাঁপ ধরানো গরমে অনেক স্বেচ্ছাসেবক ক্লান্ত হয়ে পড়ায় পশ্চিম জাপানে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

চলতি মাসের প্রথমদিকে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানজুড়ে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।