চীনের সব আমদানি পণ্যে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

এবার চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর শুল্ক বসিয়ে আরো ঘোরতর বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 02:39 PM
Updated : 20 July 2018, 03:52 PM

চীন থেকে ৫০ হাজার কোটি ডলারের (৫০০বিলিয়ন) সব আমদানি পণ্যের ওপরই শুল্কারোপ করতে ‘প্রস্তুত’ বলে জানিয়েছেন তিনি।

সিএনবিসি নিউজ চ্যানেলে শুক্রবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ৫শ’ পর্যন্ত যেতে প্রস্তুত।”

ট্রাম্প সর্বশেষ চীনা পণ্যগুলোর ওপর যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা কার্যকর হওয়ার আগেই নতু করে এ হুমকি দিলেন।

ওয়াশিংটন গত সপ্তাহে বাড়তি কিছু চীনা পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেয় যার অর্থমূল্য প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার। ৬ হাজারেরও বেশি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়। সেপ্টেম্বর থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে চীনের ৩ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার মূল্যের আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র। যেটি কার্যকর হয়েছিল ৬ জুলাই থেকে।

একইদিনে ১২ ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপরও চীন পাল্টা শুল্ক কার্যকর করে।

সিএনবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন,তিনি প্রয়োজনবোধে প্রতিটি চীনা পণ্যের ওপরই শুল্ক আরোপ করতে প্রস্তুত।

সেনসাস ব্যুরোর তথ্যমতে, গতবছর যুক্তরাষ্ট্রে মোট ৫০ হাজার ৫শ’ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল চীন। অন্যদিকে, একইসময়ে চীনে মোট ১২ হাজার ৯৯০ ডলারের পণ্য রপ্তানি করেছিল যুক্তরাষ্ট্র। যা চীনের রপ্তানির পরিমাণের চেয়ে অনেক কম।

শুল্কারোপের পক্ষে যুক্তি দেখিয়ে ট্রাম্প বলছেন, “আমি রাজনীতির জন্য এটি করছি না। আমাদের দেশের জন্য ন্যায্য কাজটি করতেই আমি এ পদক্ষেপ নিচ্ছি।”

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘদিন থেকেই চীন আমাদের বারোটা বাজাচ্ছে।”