যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ‘ডাক বোট’ উল্টে নিহত ১১

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে পর্যটকবাহী ‘ডাক বোট’ উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 06:02 AM
Updated : 20 July 2018, 06:02 AM

ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বৃহস্পতিবার উভচর ওই বাহনটি ব্রানসন শহরের কাছে টেবল রক লেকে উল্টে যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

উল্টানো নৌকার নিখোঁজ অন্তত ৫ যাত্রীর খোঁজে ডুবুরিরা লেকটিতে অভিযান চালাচ্ছে।

আহত ৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর দিয়েছে পুলিশ, এদের মধ্যে একজনের অবস্থা ‘গুরুতর’।

জরুরি বিভাগের কর্মীরা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পর্যটকবাহী ডাক বোটটি উল্টে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা উদ্ধার অভিযান শুরু করেন।

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে শক্তিশালী বজ্রঝড় আঘাত হানতে পারে এমন সতর্কতার মধ্যেই টেবল রক লেকে এ হতাহতের ঘটনা ঘটল।

জল ও স্থলে চলতে সক্ষম এ উভচর যানগুলো পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রাণঘাতি দুর্ঘটনায় এগুলোর নাম জড়িয়ে আছে।

উপকূলের এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিও ফুটেজে ঘটনার সময় দুটি ‘ডাক বোট’কে তীব্র স্রোত ও ঝড়-ঝাপটার সঙ্গে লড়াই করতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে একটি তীরে পৌঁছাতে পারলেও অন্যটি বাতাসের ধাক্কায় পিছিয়ে পড়ে এবং ধীরে ধীরে ভেসে যায়।

স্টোন কাউন্টির শেরিফ ডগ রাডার জানান, উল্টে যাওয়া বাহনটিতে তার এক সহকারীও ছিলেন, যিনি বেশ কয়েকজনকে উদ্ধারে ভূমিকা রেখেছেন।

উভচর ওই ‘ডাক বোট’টিতে বেশ কয়েকটি শিশু ছিল বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।