কেরালায় ভারি বৃষ্টিতে ৪ জনের মৃত্যু

ভারতের কেরালা রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 12:32 PM
Updated : 16 July 2018, 12:32 PM

একটানা ভারি বর্ষণের কারণে বেশিরভাগ জেলায় সোমবার স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছিল। কেরালা বিশ্ববিদ্যালয়গুলোতে এ সপ্তাহের বাকি দিনগুলোর পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। আন্তঃরাজ্য চলাচলকারী অন্তত আটটি ট্রেন বাতিল করা হয়েছে।

গত তিনদিন ধরে রাজ্যে বিরতিহীন ভাবে বৃষ্টি হচ্ছে। যা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

ধসের আশঙ্কায় রাজ্যের পাহাড়ি এলাকাগুলো থেকে দুই হাজারের বেশি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ৯ জুলাই থেকে এখন পর্যন্ত কেরালায় ভারি বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর হয়েছে বলে রাজ্য প্রশাসন থেকে জানানো হয়েছে।