ফুটবল ভক্তদের ভিসামুক্ত প্রবেশের সময়সীমা বৃদ্ধি রাশিয়ার

বিদেশি ফুটবল ভক্তদের জন্য রাশিয়ায় ভিসামুক্ত প্রবেশের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 08:54 AM
Updated : 16 July 2018, 08:54 AM

রোববার মস্কোতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষ হওয়ার পর তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বকাপ খেলার টিকিটের সঙ্গে ইস্যু করা ফ্যান আইডিধারীদের ভিসা ছাড়াই বিশ্বকাপ খেলা দেখার জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছিল রাশিয়া। পুতিনের ঘোষণায় তাদেরই চলতি বছরের বাকি সময়ের জন্যও ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

পুতিন বলেছেন, “আমরা মনে হয় আমরা এরকমটি করতে পারি: বিদেশি ভক্ত যাদের ফ্যান আইডি আছে, আমরা তাদের চলতি বছরের শেষ পর্যন্ত ভিসামুক্ত মাল্টি-এন্ট্রি ভ্রমণের অনুমতি দিবো।”   

এ দিন মস্কোর লুজনিক স্টেডিয়ামে ২০১৮-র বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ফ্রান্স।

স্টেডিয়ামে পুতিনের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচও উপস্থিত ছিলেন।