কৃষ্ণাঙ্গ হত্যা: উত্তাল যুক্তরাষ্ট্রের শিকাগো

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় আবারও যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে।

>>রয়টার্স
Published : 15 July 2018, 04:59 PM
Updated : 15 July 2018, 04:59 PM

শিকাগোয় শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সামান্য আহত হয়েছে। চার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শিকাগোর সাউথ সাইড এলাকায় প্রায় দেড়শ’ বিক্ষোভকারী ‘হত্যাকারী’ বলে শ্লোগান দেয় এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। কেউ কেউ গাড়ির উপর লাফিয়ে উঠে পড়ে।

পুলিশ লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

শিকাগোতে নিহত সর্বশেষ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স ৩০ এর কোঠায় বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে পুলিশের একটি টহল দল সাউথ শো’র এলাকা দিয়ে যাচ্ছিল। এক ব্যক্তি ‘আগ্নেয়াস্ত্রের মত দেখতে বস্তু হাতে নিয়ে পুলিশের দিকে এগিয়ে আসে’।

“এ পরিস্থিতিতে পুলিশের এক কর্মকর্তা তার অস্ত্র বের করে আক্রমণকারীকে গুলি করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং গুলিভর্তি দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।”