থাই গুহা থেকে উদ্ধার কিশোরদের রুটি-চকলেট দেওয়া হবে

থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার প্রথম চার কিশোরকে রুটি ও চকলেট খাওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 04:07 PM
Updated : 10 July 2018, 04:07 PM

দুই সপ্তাহের বেশি সময় গুহায় আটকে থাকা অবস্থায় অনাহারে কিশোরদের পরিপাকতন্ত্র দুর্বল হয়ে পড়ায় তাদের খাবার দেওয়ার বিষয়ে চিকিৎসকরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন।

গত রোববার গুহা থেকে চার কিশোরকে উদ্ধার করে চিয়াং রাই প্রাচানুকরহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিশোররা সুস্থ আছেন বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোটানাকোরন।

সোমবার ওই চার কিশোর থাইল্যান্ডের জনপ্রিয় ডিশ ‘হোলি বেসিল স্টির-ফ্রাইড রাইস’ খেতে চেয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।

কিন্তু পরিপাকতন্ত্রে সমস্যা হতে পারে বিবেচনা করে চিকিৎসকরা তাদের ফ্রাইড রাইস খাওয়ার অনুমতি দেননি বলে জানায় বিবিসি।

মঙ্গলবার কিশোররা চকলেট-পাউরুটি খেতে চেয়েছে বলে জানান দেশটির গণস্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকরা তাদের এই খাবার দেওয়ার অনুমতি দিয়েছেন।