বায়ুদূষণে বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি, বেশি ঝুঁকিতে ভারত

বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি দিন দিন বাড়ছে। এমনকি যে পরিমাণ দূষণ নিরাপদ বলে বিবেচিত হয় সে অবস্থায়ও।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 02:39 PM
Updated : 1 July 2018, 02:39 PM

দূষণ কমানোর নীতি না থাকায় ভারত এদিক থেকে আরো বেশি ঝুঁকিতে রয়েছে।ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।

গবেষণায় দেখা যায়, বায়ু দূষণের কারণ মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন কমে যায়। যে কারণে শরীর রক্তে থাকা গ্লুকোজ শক্তিতে রূপান্তরিত হতে পারে না।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বিশেষ করে ভারতের মত নিম্নআয়ের দেশগুলোতে বায়ু দূষণের মাত্রা অনেক বেশি। কারণ ওই সব দেশে বায়ু দূষণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেই।

গবেষকদের একজন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের জিয়াদ আল-আলি বলেন, “আমাদের গবেষণায় বিশ্বজুড়ে বায়ু দূষণের সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সুনির্দিষ্ট সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।

“আমরা এমনকি ইপিএ বা ডব্লিউএইচও যে মাত্রার দূষণকে নিরাপদ বলে বিবেচনা করে সে মাত্রায়ও ঝুঁকি বাড়তে দেখেছি।”

গবেষণাপত্রে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে ২০১৬ সালে বায়ু দূষণের কারণে ৩০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে।

যা একবছরে নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া মোট সংখ্যার ১৪ শতাংশ।

জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর বায়ুদূষণ জনিত কারণে ৪২ লাখ মানুষের মৃত্যু হয়।