আর্জেন্টিনার হারে ভারতে যুবকের আত্মহত্যা

ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনা তিন গোলে হেরে যাওয়ার পর ভারতের কেরালা রাজ্যের ওই যুবক ঘরে ‘সুইসাইড নোট’ রেখে নিখোঁজ হয়ে গিয়েছিলেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 01:23 PM
Updated : 24 June 2018, 04:50 PM

দুইদিন পর রোববার তার গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে একটি নদীতে ওই যুবকের মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে পুলিশের বরাত দিয়ে জানায় এনডিটিভি।

পুলিশ জানায়, গত ২১ জুন আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ শেষ হওয়ার পর কেরেলার আরুমানুর গ্রামের বাসিন্দা দিনু অ্যালেক্স নিখোঁজ হন।

মেসি ভক্ত দিনু অ্যালেক্স। ছবি: এনডিটিভি

পরে পরিবারের সদস্যরা তার ঘরে একটি সুইসাইড নোট খুঁজে পায়। যেখানে রাশিয়া বিশ্বকাপে পছন্দের দল আর্জেন্টিনার পারফমেন্সে দারুণ হতাশ দিনু ‘আর বাঁচতে চান না’ লিখে গেছেন।

“এই পৃথিবীতে আমার আর কিছু দেখার নেই। আমি চলে যাচ্ছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”

দিনুর পরিবার স্থানীয় থানায় নিখোঁজ ডাইরি করার পর পুলিশ এবং ফায়ার ব্রিগেড থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়।

দিনুর বাবা পুলিশকে বলেন, তার ছেলে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির দারুণ ভক্ত।

“আমরা সর্বশেষ তাকে যখন দেখি তখন সে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচটি দেখছিল।”

রাশিয়া বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয় নিয়ে পয়েন্টি তালিকায় সবার নিচে অবস্থান করছে আর্জেন্টিনা। দলটির দ্বিতীয় পর্বে উঠার সম্ভাবনা এখন অনেক যদিতে আটকে গেছে।

রসায়ন থেকে স্নাতক করা দিনু (৩০) একটি প্রাইভেট ফার্মে হিসাব বিভাগে কাজ করতেন।