জাপানের পার্লামেন্ট ভবনের মাটিতে গাঁজা গাছ

জাপানের রাজধানী টোকিওয় পার্লামেন্ট ভবনের মাটিতে পাওয়া গেছে গজিয়ে ওঠা কয়েকটি  গাঁজা গাছ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 04:14 PM
Updated : 22 June 2018, 05:12 PM

শুক্রবার কর্মকর্তারা একথা জানান।

মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি মেনে চলা দেশ জাপানে যেখানে সামান্য পরিমাণ গাঁজার জন্যও কারো ৫ বছরের জেল হতে পারে সেখানে এমন ঘটনা বিস্ময়কর।

বৃহস্পতিবার এক দর্শণার্থী পার্লামেন্ট ভবনে চারটি গাঁজা গাছ দেখতে পান। এরপরই গাছগুলো সরিয়ে ফেলা হয়।

গাছগুলো কিভাবে সেখানে জন্মাল তা পরিস্কার জানা যায়নি। পার্লামেন্টের এক কর্মকর্তা বলেন, বাতাস কিংবা পাখির মাধ্যমে গাঁজা বীজ মাটিতে পড়া থেকে গাছ হয়ে থাকতে পারে।

পার্লামেন্টের উচ্চকক্ষ ভবনে জন্মেছিল গাছগুলো। বিষয়টি টোকিও মেট্রোপলিটন গভমেন্টকে জানানো হলে দুই কর্মকর্তা সেগুলো পরিদর্শনে আসেন বলে জানান ওই কর্মকর্তা। তারা বলেন, গাছগুলোর বয়স ‍দুইমাসের মত।

গাছগুলো যাতে পরিপূর্ণভাবে নির্মূল হয় এবং এর বিস্তার না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে বলে জানান কর্মকর্তারা।