মানুষের সঙ্গে যোগাযোগে পারঙ্গম গরিলা কোকোর মৃত্যু

মানুষের সঙ্গে প্রথম বন্ধুত্ব হওয়া বিখ্যাত গরিলা কোকোর মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 02:29 PM
Updated : 21 June 2018, 02:29 PM

হাত দিয়ে এক হাজারেরও বেশি সংকেত ব্যবহার করে এ গরিলা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারত।

প্রশিক্ষকরা কোকোকে আমেরিকান সাংকেতিক ভাষা শিখিয়েছিলেন এবং এর মাধ্যমে সে তার আবেগ-অনুভূতি ও ভাবনার প্রকাশ ঘটাত।

গরিলা ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাংকেতিক ভাষায় অসাধারণ পন্ডিতির জন্য পরিচিতি পাওয়া এবং বিপন্ন গরিলা প্রজাতির বিশিষ্ট প্রতিনিধি কোকো গতকাল (বুধবার) সকালে ঘুমের মধ্যে মারা গেছে। তার বয়স হয়েছিল ৪৬।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “সব গরিলার অগ্রদূত হিসাবে কোকো লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছে এবং মানুষের সঙ্গে প্রাণীর যোগাযোগ ও বোঝাপড়ার ক্ষেত্রে সে একটি প্রতীকে পরিণত হয়েছে। তাকে সবাই ভালবাসত। এখন তার মৃত্যুতে সবাই তার অভাব অনুভব করবে।”

কোকো ছিল ৭৫ থেকে ৯৫ শতাংশ বুদ্ধিমত্তাসম্পন্ন গরিলা। ইংরেজি ভাষার ২ হাজার শব্দ সে বুঝতে পারত।

কোকোর জন্ম সান ফ্রান্সিসকোর চিড়িয়াখানায়। জীবনের বেশির ভাগ সময়ই সে কাটিয়েছে ক্যালিফোর্নিয়ার গরিলা ফাউন্ডেশনে।