বিশ্বের সবচেয়ে বয়স্ক সুমাত্রান ওরাংওটাংয়ের মৃত্যু

৬২ বছর বয়সী বিশ্বের সবচেয়ে বয়স্ক সুমাত্রান ওরাংওটাং মারা গেছে। অস্ট্রেলিয়ার এক চিড়িয়াখানায় এটির মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 03:49 PM
Updated : 19 June 2018, 03:49 PM

পার্থ চিড়িয়াখানা মঙ্গলবার এ খবর জানিয়েছে।

‘গ্র্যান্ড ওল্ড লেডি’ খ্যাত এ ওরাংওটাংটির নাম ছিল পুয়ান। বয়স জনিত স্বাস্থ্য জটিলতায় ভুগে তার মৃত্যু হয়।

১৯৬৮ সাল থেকে পুয়ান চিড়িয়াখানায় ছিল। সুমাত্রান প্রজাতির সবচেয়ে বয়স্ক ওরাংওটাং হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম আছে। ২০১৬ সালে গিনেস বুকে পুয়ানের নাম স্থান পায়।

সুমাত্রান ওরাংওটাং একটি বিপন্ন প্রজাতি। এ প্রজাতির ওরাংওটাংগুলো সাধারণত ৫০ বছর পর্যন্তই বাঁচে না। এদিক থেকে পুয়ান ছিল ব্যাতিক্রম।

১৯৫৬ সালে পুয়ানের জন্ম ইন্দোনেশিয়ায় সুমাত্রার একটি জঙ্গলে। পুয়ানের ১১টি সন্তান আছে। এছাড়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য স্থানে ছড়িয়ে আছে তার ৫৪ উত্তরসূরি।