মানু নয়, আমাকে মিস্টার প্রেসিডেন্ট বলো: ম্যাক্রোঁ

সবার সঙ্গে সেলফি তোলা কিংবা হাই-ফাইভ দিতে আপত্তি নেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। কিন্তু একটি জিনিস তিনি কোনোভাবেই মানতে নারাজ। আর তা হচ্ছে ডাকনাম ধরে তাকে সম্বোধন করা।

>>রয়টার্স
Published : 19 June 2018, 01:53 PM
Updated : 19 June 2018, 08:54 PM

সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে ঠিক সে কাণ্ডটি ঘটে যাওয়ায় চটে গিয়েছিলেন ম্যাক্রোঁ।

সেলফি তুলতে তুলতে এক কিশোর ডাক নামে ম্যাক্রোঁকে সম্বোধন করে বলেছিল, “কেমন চলছে মানু?”  আর এতেই কিছুটা ক্ষেপে গিয়ে ধমকের সুরে ওই কিশোরকে ম্যাক্রোঁ বলেন, “না। একেবারেই না। কোনো ডাকনামে নয়।

“আমাকে স্যার বা মিস্টার প্রেসিডেন্ট বলে ডাকতে পার।” ম্যাক্রোর কথায় লজ্জায় লাল হয়ে ওই কিশোর বলে, ‘স্যরি মিস্টার প্রেসিডেন্ট’।

 

কিন্তু এতেই থেমে থাকেননি ম্যাক্রোঁ। এরপর সেই কিশোরকে বকাঝকা করে তিনি বলেন, ‘‘তুমি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসেছ। ফ্রান্সের মুক্তির গান গাইছ। সুতরাং আমাকে ‘মিস্টার প্রেসিডেন্ট’ কিংবা স্যার বলে ডাকবে, ঠিক আছে?”

সমাজতন্ত্রের গান ‘দ্য ইন্টারন্যাশনাল’ গাওয়া নিয়েও ওই কিশোরকে সতর্ক বার্তা দেন ম্যাক্রোঁ। একইসঙ্গে কোনো বিপ্লব শুরু করতে চাওয়ার আগে ডিগ্রির জন্য পড়াশুনা করার পরামর্শ দেন।