সুইডেনে ইন্টারনেট ক্যাফেতে গুলিতে নিহত ৩

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোর একটি ইন্টারনেট ক্যাফেতে গুলিবর্ষণে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 08:42 AM
Updated : 19 June 2018, 09:21 AM

সোমবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলের ওই ক্যাফের এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

একটি পুলিশ স্টেশনের নিকটবর্তী ওই ক্যাফে থেকে লোকজন বের হওয়ার সময় অন্তত এক হামলাকারী তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা স্বয়ংক্রিয় একটি অস্ত্র থেকে ১৫টি গুলি ছোড়ার শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, পুলিশ গাঢ় রংয়ের একটি গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে। 

ধারণা করা হচ্ছে, বন্দুকধারী হয় ওই গাড়ি থেকে গুলি চালিয়েছেন অথবা গুলি চালানোর পর তাৎক্ষণিকভাবে ওই গাড়িযোগে ঘটনাস্থল থেকে পালিয়েছেন।

সুইডেনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে নিহত অন্তত একজনকে আগে থেকেই চিনত পুলিশ। নিহত তিন জনের বয়স ১৮, ২০ ও ২৯।