সরকার-তালেবান যুদ্ধবিরতির সময় বোমা হামলায় নিহত ৪৬

আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক দিনের ব্যবধানে পরপর দুইটি বোমা হামলা ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার ও তালেবানের যুদ্ধবিরতির আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

>>রয়টার্স
Published : 17 June 2018, 04:09 PM
Updated : 17 June 2018, 04:09 PM

রোববার নানগারহার প্রদেশে গভর্নরের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

এর মাত্র কয়েকঘণ্টা আগে শনিবার নগরীর অন্য একটি জায়গায় গাড়ি বোমা হামলায় ৩৬ জন নিহত হয়।

ওই হামলায় হতাহতদের বেশিরভাগই আফগান সেনা বাহিনী এবং তালেবান যোদ্ধা।

ইসলামিক স্টেট (আইএস) শনিবারের হামলার  দায় স্বীকার করেছে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে তালেবান ঘোষিত তিন দিনের যুদ্ধ বিরতিতে দলটির যোদ্ধারা শহরে আসেন এবং সেনাদের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

তাদের শুভেচ্ছা বিনিময়ের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

যা আফগান সরকার ও জনগণকে দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতি অবসানের পথ খুলে যাওয়ার বিষয়ে আশাবাদী করে তুলেছিল।

স্থানীয় বাসিন্দারা ফুল ও মিষ্টি দিয়ে যোদ্ধাদের বরণ করে নিয়েছিলেন।

 আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান নেতাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, যা রোববার মধ্যরাতে শেষ হওয়ার কথা।

কিন্তু হামলার পর তালেবান নেতারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়ে বলেন, তাদের যোদ্ধারা রোববার রাতের মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকা ত্যাগ করবে।