ট্রাম্প-কিম বৈঠক ঘিরে ভাবনা, উত্তেজনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠককে ঘিরে বিশ্বব্যাপী প্রবল আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2018, 07:54 AM
Updated : 12 June 2018, 08:02 AM

মঙ্গলবার সিঙ্গাপুরের সানতোসা দ্বীপের কাপেলা হোটেলে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এই বৈঠক ঘিরে সৃষ্ট উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি বলে এক টুইটে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

ট্রাম্প-কিমের বৈঠক সফল হবে, দক্ষিণ কোরিয়া এমন আশা করছে বলে টুইটে জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জরিপে ৭২ শতাংশ মার্কিনি কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তাদের ৬৮ শতাংশের ধারণা, কিম কখনোই তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না।

যুক্তরাষ্ট্রের জনগণ এই বৈঠককে স্বাগত জানিয়েছে, কিন্তু এই বৈঠক থেকে তারা বেশি কিছু আশা করেনা বলেও জরিপে উঠে এসেছে। জরিপের এ ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পর জন্য স্বস্তি বয়ে আনবে বলে ধারণা বিশ্লেষকদের। 

ট্রাম্প ও কিমের বৈঠককে ‘ঐতিহাসিক’ বর্ণনা করে এই বৈঠক সফলভাবে শেষ হওয়ায় সাধুবাদ জানিয়েছে বেইজিং।

‘দুই নেতার একত্রে বসা ও কথা বলা নতুন ইতিহাস তৈরি করছে’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি।

কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমণে ‘পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে’ বেইজিংয়ের জানানো আহ্বান পুনর্ব্যাক্ত করেছেন তিনি।