সিরিয়া যুদ্ধে রাশিয়ার ৪ সেনা সদস্য নিহত

সিরিয়ার দেইর আল-জোর প্রদেশে বিদ্রোহীদের হামলায় রাশিয়ার অন্তত চার সেনা সদস্য নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 02:45 PM
Updated : 27 May 2018, 02:56 PM

নিহতদের মধ্যে দুইজন সামরিক উপদেষ্টা ছিলেন বলে রোববার জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, শনিবার রাতে বিদ্রোহীদের বেশ কয়েকটি ছোট ছোট দল সিরিয়ার সেনাবাহিনীর উপর অতর্কিতে আক্রমণ করে। ঘটনাস্থলেই দুই রুশ সামরিক উপদেষ্টা নিহত হন। আহত হয় আরও পাঁচ সেনা।

হামলার পরপরই আহতদের রাশিয়ার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

প্রায় এক ঘণ্টা ধরে চলা ওই যুদ্ধে ৪৩ বিদ্রোহীকে হত্যা করা হয়েছে এবং তাদের সঙ্গে থাকা ভারি অস্ত্র সজ্জিত অন্তত ছয়টি সমরযান ধ্বংস করা হয়েছে বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে। 

গত বছর নভেম্বরে রুশ সেনাদের সহায়তায় সিরীয় বাহিনী দেইর আল-জোর নগরীর পুনর্দখল করেছিল। কিন্তু ইসলামিক স্টেট(আইএস) জঙ্গিরা এখনো সেখানে সক্রিয় বলে জানায় বিবিসি।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে সিরীয় যুদ্ধে অংশ নিচ্ছে রাশিয়া। এখন পর্য‌ন্ত সেখানে অন্তত ৯০ রুশ সেনা নিহত হয়েছে।