১২ জুনে বৈঠকের সুযোগ এখনো আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে ১২ জুনের শীর্ষ বৈঠকটি হওয়ার সুযোগ এখনো আছে।

>>রয়টার্স
Published : 25 May 2018, 06:02 PM
Updated : 25 May 2018, 06:02 PM

কিমের সাম্প্রতিক বিবৃতিতে ‘তীব্র ক্ষোভ ও শত্রুতা’র বহিঃপ্রকাশের কথা বলে বৈঠকটি বাতিল করার একদিন পরই ট্রাম্প ফের তা অনুষ্ঠিত হওয়ার আশা জাগালেন।

ট্রাম্প বৈঠকটি বাতিল ঘোষণার পরপরই উত্তর কোরিয়া সংহতির সুরে বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যে কোনো সময়’ কথা বলতে প্রস্তুত।

উত্তর কোরিয়ার এ সম্প্রীতিমূলক বিবৃতিকে স্বাগত জানিয়েই ট্রাম্প বৈঠকটি আবার হতে পারে বলে ইঙ্গিত দিলেন।

তিনি বলেন, “তারা (উত্তর কোরিয়া) খুবই চমৎকার বিবৃতি দিয়েছে। আমরা দেখব কি হয়- এটি (বৈঠক) ১২ জুনেও হতে পারে।”

“আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। তারা বৈঠক করতে খুবই ইচ্ছুক। আমরাও সেটি করতে পছন্দ করব।”

যুক্তরাষ্ট্রের নৌ একাডেমিতে ভাষণ দিতে যাওয়ার আগে হোয়াইট হাউজ ছাড়ার সময় ট্রাম্প কথাগুলো বলেন।