লিবিয়ার বেনগাজিতে গাড়িবোমা হামলায় নিহত ৬

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে একটি গাড়িবোমা বিস্ফোরণে ৬ জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

>>রয়টার্স
Published : 25 May 2018, 02:25 PM
Updated : 25 May 2018, 02:25 PM

বেনগাজির ‘জয়েন্ট সিকিউরিটি চেম্বারস’ এর মুখপাত্র তারিক আল-খারাজ বলেন, বৃহস্পতিবার জামাল আবদানাসের রাস্তার কাছে তিবিস্তি হোটেলে বিস্ফোরণ ঘটে।

এ ধরনের আরো হামলার আশঙ্কায় এলাকাটি সিল করে দেওয়া হয়েছে।

লিবিয়ার টিভি চ্যানেলে প্রকাশিত বিস্ফোরণ পরবর্তী ছবিতে পুড়ে যাওয়া যানবাহন এবং রাস্তায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। হামলার শিকার ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে নিয়েও যেতে দেখা গেছে।

মুখপাত্র বলেছেন, হামলাটি ‘পুরোপুরি সন্ত্রাসী’ এবং এ সম্পর্কিত তথ্য দেওয়ার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন মুখপাত্র আল-খারাজ।

লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে প্রায়ই গাড়িবোমা এবং আত্মঘাতী হামলা হয়। অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা চিন্তা করে শহরটিতে সেনা-ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে জয়েন্ট সিকেউরিটি চেম্বার গঠন করা হয়েছে।