ইতালিতে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৮

ইতালির উত্তরাঞ্চলে লাইনের ওপর আটকে পড়া একটি ট্রাকের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষে দুই জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 07:45 AM
Updated : 24 May 2018, 07:45 AM

দেশটির পিদমন্ত অঞ্চলের রোদাল্লো ও ক্যালুজো শহরের মাঝামাঝি দুর্ঘটনাটি ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির জরুরি বিভাগ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইতালির রাষ্ট্রীয় রেল কোম্পানি জানিয়েছে, বুধবার রাতে মালবাহী ওই ট্রাকটি একটি লেভেল ক্রসিং ভেঙে রেললাইনে আটকা পড়ে যায়, এরপর পাঁচ বগির ওই ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ট্রেনে ও ট্রাক, উভয়ের চালক নিহত হন।

লোকাল ওই ট্রেনটি পিদমন্ত অঞ্চলের রাজধানী তুরিন ও উত্তরাঞ্চলীয় শহর ইভরেয়ার মধ্যে চলাচল করে।

গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে, একটি বগি আরেকটির নিচে চাপা পড়েছে আর চাপা পড়া বগিটি দুমড়েমুচড়ে গেছে।

ইতালির রেল নেটওয়ার্কে ধারাবাহিক প্রাণঘাতী দুর্ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা এটি।

জানুয়ারিতে মিলানে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে তিন জন নিহত হয়েছিল। এর আগে ২০১৬ সালে দক্ষিণাঞ্চলীয় পুগিয়াতে দুটি ট্রেনের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছিল।