যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হতে পারেন স্টেসি আব্রাম

জর্জিয়ার সাবেক আইনপ্রণেতা ও লেখক স্টেসি আব্রাম যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম নারী ‍কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার পথে বড় একটি বাধা পার করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 09:07 AM
Updated : 23 May 2018, 09:07 AM

মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তিনি বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত এ অঙ্গরাজ্যের গভর্নরের বাসভবনে ২০০৩ সালের পর থেকে কোনো ডেমোক্রেটের স্থান হয়নি।

নভেম্বরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে হারাতে পারলেই যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার যোগ্যতা অর্জন করবেন ৪৪ বছর বয়সী আব্রাম।

মঙ্গলবার রিপাবলিক পার্টির প্রাইমারিতে বিজয়ী লেফটেনেন্ট গভর্নর কেসি কেগলকে ২৪ জুলাই জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রায়ান কেম্পের সঙ্গে রান-অফে লড়তে হবে। এদের মধ্যে আব্রামের প্রতিদ্বন্দ্বী কে হবে, সেদিনই তা ঠিক হবে বলে জানিয়েছে বিবিসি।

কট্টর রক্ষণশীল এ রাজ্যে বিজয়ী হতে পারলে আব্রাম হবেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম ব্যক্তি ও প্রথম নারী যিনি জর্জিয়াকে নেতৃত্ব দেবেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য নারী গভর্নরদের হাতে পরিচালিত হচ্ছে যারা সবাই শ্বেতাঙ্গ। আলাবামা, আইওয়া, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ওরেগন ও রোড আইল্যান্ডের এ গভর্নরদের মধ্যে চারজন রিপাবলিকান, বাকি দুজন ডেমোক্রেট।

মঙ্গলবারের দলীয় প্রাইমারিতে আব্রাম ৪০ বছর বয়সী স্টেসি ইভানসকে তিন-চতুর্থাংশ ভোটে পরাজিত করেন।

মিসিসিপির গুলফোর্টের পাঁচ ভাইবোনের সঙ্গে বড় হওয়া আব্রাম কৈশোরেই বাবা-মায়ের সঙ্গে আটলান্টায় চলে আসেন। এরপর জর্জিয়ায় এসে গড়তে থাকেন একের পর এক প্রথমের কীর্তি।

২০০৬ সালে জর্জিয়ার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হওয়ার পর প্রথম নারী হিসেবে জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেন। অঙ্গরাজ্যের নিম্নকক্ষে নেতৃত্ব দেওয়া প্রথম আফ্রিকান-আমেরিকানও ছিলেন আব্রাম।

দলের প্রগতিশীল অংশের উঠতি তারকা হিসেবে পরিচিত এ নারী ২০১৬ সালের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনেও নজর কেড়েছিলেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্যের পাশাপাশি প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে সমর্থনও দিয়েছিলেন সেলেনা মন্টগোমারি ছদ্মনামে প্রকাশিত ৮টি রোমান্টিক-থ্রিলারের এ লেখিকা।

মঙ্গলবারের ডেমোক্রেট প্রাইমারির আগে প্রতিনিধিদের কাছে জর্জিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের সংখ্যালঘু অংশের সাবেক নেতা আব্রামের সমর্থনে রেকর্ড করা বার্তাও পাঠান হিলারি।

কেবল হিলারিই নন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স, নিউ জার্সির সিনেটর কোরি বুকার, নিউ ইয়র্কের সিনেটর কারস্টেন ও ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসও আব্রামকে সমর্থন দিয়েছেন।