উ. কোরিয়ার পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে অনুমতি পেলেন দক্ষিণের সাংবাদিকরা

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার দেওয়া সাংবাদিক তালিকা গ্রহণ করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 08:01 AM
Updated : 23 May 2018, 08:01 AM

সিউলের সঙ্গে দিনব্যাপী চাপান-উতোরের পর পিয়ংইয়ং সাংবাদিকদের এ তালিকা নেয় বলে বুধবার দক্ষিণের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পারমাণবিক পরীক্ষা স্থগিতের প্রতিশ্রুতি পূরণে পুঙ্গি-রি কেন্দ্র ধ্বংস করা চাক্ষুস করতে বিভিন্ন দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও ওয়াশিংটন-সিউল যৌথ বিমান মহড়ায় ক্ষিপ্ত পিয়ংইয়ং দুই কোরিয়ার মধ্যে পরিকল্পিত বৈঠকের বাতিলের পাশাপাশি দক্ষিণের সাংবাদিকদের তালিকা নিতেও আপত্তি জানিয়েছিল।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে কূটনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও উত্তর কোরিয়া যে পারমাণবিক পরীক্ষা নিয়ে তার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল, পুঙ্গি-রি কেন্দ্র ভেঙে ফেলার কার্যক্রম দেখতে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানানোকে তার নিদর্শন হিসেবেই বিবেচনা করছেন পর্যবেক্ষকরা।

আমন্ত্রিত বিভিন্ন গণমাধ্যমের ভিনদেশি সাংবাদিকরা মঙ্গলবার রাতেই উত্তর কোরিয়ার বন্দর শহর উনসানে পৌঁছানোর পর পুঙ্গি-রি কেন্দ্রে যাওয়ার অপেক্ষা করছেন বলে জানিয়েছে রয়টার্স।

নির্ধারিত সময় অনুযায়ী বুধ থেকে শুক্রবারের মধ্যে উত্তর কোরিয়ার প্রধান এ পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি ভাঙার কথা।

মঙ্গলবার রাতে বেইজিংয়ের পিয়ংইয়ং দূতাবাস থেকে ভিসা না পেয়ে দেশে ফিরে যান দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরা। সিউলের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় সেসময় জানায়, উত্তর কোরিয়া তাদের তালিকা গ্রহণ করলে সাংবাদিকরা বিমানে করে সরাসরি উনসান যেতে পারবেন।

বুধবার সকালে দক্ষিণের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “দুটি প্রতিষ্ঠানের ৮ সাংবাদিকের তালিকা আমরা উত্তর কোরিয়াকে দিয়েছিলাম, তারা সেগুলো গ্রহণ করেছে।”

দক্ষিণের সাংবাদিকরা ঠিক কখন উত্তরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তা নিশ্চিত করতে না পারলেও মন্ত্রণালয় বলছে যত দ্রুত সম্ভব এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উত্তর কোরিয়ায় পৌঁছানো বিদেশি সাংবাদিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আবহাওয়া পুঙ্গি-রি কেন্দ্রে যাওয়ার মত ‘উপযুক্ত নয়’ জানিয়ে কর্তৃপক্ষ তাদেরকে অপেক্ষা করতে বলেছে।

আমন্ত্রিত সাংবাদিকরা বলছেন, তাদেরকে সম্ভবত দক্ষিণের সাংবাকিদের জন্য অপেক্ষা করতে হবে; এ সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতি ভালো হতে পারে বলেও পূর্বাভাসে ধারণা পাওয়া যাচ্ছে।