সিরিয়ায় বিমান ঘাঁটির কাছে ‘অজ্ঞাত ড্রোন’ ধ্বংস রাশিয়ার

সিরিয়ার বিমান ঘাঁটি হিমেইমিমের কাছে অজ্ঞাত পরিচয় একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 07:32 AM
Updated : 22 May 2018, 07:32 AM

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরআইএ এ সংবাদ জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

সোমবার রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, অজ্ঞাত ওই ড্রোনটি ঘাঁটিটির কাছে চলে আসার পর সেটিকে গুলি করে নামানো হয়।

“এতে কেউ হতাহত হয়নি, কোনো সম্পদেরও ক্ষতি হয়নি। রাশিয়ার হিমেইমিম বিমান ঘাঁটির কার্যক্রম স্বাভাবিক আছে,” বলেছে তারা।

সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই বিমান ঘাঁটিটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তাতে মনে হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী একটি হামলার মোকাবিলা করছে।