এবার জেরুজালেমে দূতাবাস খুলল প্যারাগুয়ে

যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পর এবার প্যারাগুয়ে জেরুজালেমে তাদের দূতাবাস উদ্বোধন করেছে।

>>রয়টার্স
Published : 21 May 2018, 03:35 PM
Updated : 21 May 2018, 03:35 PM

গত ১৪ মে যুক্তরাষ্ট্র জেরুজালেমে তাদের দূতাবাস উদ্বোধন করে। এর দুইদিন পর গুয়াতেমালা যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে। আর এখন প্যারাগুয়েও একই পথে হাঁটল।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট ওরাতিও কার্তেস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দূতাবাস উদ্বোধনের পর কার্তেস বলেন, “এ একটি ঐতিহাসিক দিন, যা প্যারাগুয়ে ও ইসরায়েলের বন্ধন আরো দৃঢ় করবে।”

নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের জন্য এ এক অসাধারণ দিন। প্যারাগুয়ের জন্যও অসাধারণ এক দিন। আমাদের বন্ধুত্বের জন্যও অসাধারণ এক দিন।

ফিলিস্তিন কর্তৃপক্ষ প্যারাগুয়ের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

গত বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন।

ইসরায়েল পুরো জেরুজালেমকে তাদের রাজধানী দাবি করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করতে চায়।

যা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা দেন-দরবার ও আলোচনার মধ্যে ট্রাম্পের   মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্ত ইসরায়েলের দাবিকে সমর্থন করেছে।

যদিও পশ্চিমা দেশগুলো ট্রাম্পের এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেনি।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করেছিল।