ভারতে নারীর পেটে শতাধিক কোকেন ক্যাপসুল

ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি এক নারীকে দেখে সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 02:14 PM
Updated : 21 May 2018, 02:14 PM

পরে তার পেট থেকে একে একে বেরিয়ে আসে ১০৬টি কোকেন ভর্তি ক্যাপসুল। যার আর্থিক মূল্য প্রায় পাঁচ কোটি রুপি।

দিল্লি পুলিশ জানায়, গত ১৪ মে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। আর গত এক সপ্তাহ ধরে তাকে হাসপাতালে রেখে জোলাপ খাইয়ে ওই ক্যাপসুলগুলো বের করা হয়।

ওই নারী ব্রাজিলের সাও পাওলোতে ক্যাপসুলগুলো গিলেছিল বলে ধারণা করছে পুলিশ। দিল্লিতে নাইজেরিয়ার এক নাগরিককে তার সেগুলো দেওয়ার কথা ছিল। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

ভারতের মাদক অধিদপ্তরের কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে বলেন, অতীতে কখনো এক ব্যক্তির পেটে এতগুলো কোকেন ক্যাপসুল পাওয়া যায়নি।

ক্যাপসুলের ভেতরে থাকা কোকেন কলম্বিয়ায় উৎপাদিত এবং উন্নতমানের বলে জানান তারা।