ডিম্বাশয় থেকে ১৩২-পাউন্ডের টিউমার অপসারণ

যুক্তরাষ্ট্রের কনেটিকাটে এক নারীর ডিম্বাশয় থেকে ১৩২ পাউন্ডের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 03:44 PM
Updated : 4 May 2018, 03:53 PM

কনেটিকাটের ডানবারি হাসপাতালের ১২ সদস্যের একটি চিকিৎসক দল গত ১৪ ফেব্রুয়ারি ৫ ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করেন।

অস্ত্রোপচারের পর তিনমাসে রোগী সুস্থ্য হয়ে উঠেছেন এবং কাজেও যোগ দিয়েছেন।

চিকিৎসকরা জানান, ৩৮ বছর বয়সী ওই নারীর টিউমারটি গত বছর নভেম্বরে প্রতি সপ্তাহে ১০ পাউন্ড করে বৃদ্ধি পাচ্ছিল। এতে ডিম্বাশয় সংলগ্ন উদরের টিস্যু ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

অস্বাভাবিক আকৃতির এ টিউমারের কারণে তিনি চলাফেরাও করতে পারতেন না এবং তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।

সিএনএন এর খবরে বলা হয়েছে, টিউমারটি রোগীর বাম ওভারিতে বেড়ে ওঠে। চিকিৎসকরা তার বাম ওভারি এবং এর ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো অপসারণ করেছেন।

চিকিৎসক দলের প্রধান গাইনিকোলোজিক অনকোলজিস্ট ভ্যাগন অ্যান্ডিকায়ান বলেছেন, “ডিম্বাশয়ের মিউকিনাস টিউমার সাধারণত বড়ই হয়। তবে এত বড় আকারের টিউমার হওয়া বিরল ঘটনা।”

দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ অক্ষত রেখে বিশালাকৃতির এ টিউমার অপসারণ করতে পারা গেছে- এটিই সবচেয়ে ভাল খবর বলে সিএনএন এ মন্তব্য করেছেন চিকিৎসক অ্যান্ডিকায়ান।