সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ হাসপাতালে

স্ত্রী ও সাবেক ফার্স্টলেডি বারবারা বুশকে সমাহিত করার একদিন পর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার স্বামী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2018, 01:56 PM
Updated : 24 April 2018, 01:56 PM

৯৩ বছর বয়স্ক জর্জ বুশকে রক্তে সংক্রমণজনিত কারণে রোববার ভোরে হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিত্সা চলছে এবং ক্রমেই তার অবস্থার উন্নতি হচ্ছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন পরিবারের মুখপাত্র জিম ম্যাগ্রাথ।

তিনি বলেন, “চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুশ। মনে হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন।” এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

বুশ আগে থেকেই পার্কিনসনস রোগে ভুগছেন। ফলে হাঁটার শক্তি হারানোয় তাকে চলাফেরা করতে হয় হুইলচেয়ারে নয়ত বৈদ্যুতিক স্কুটারে। শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য তাকে সম্প্রতি কয়েক বছরে কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

স্ত্রী বারবারা বুশের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এ সাবেক প্রেসিডেন্ট উপস্থিত থেকে অনেককে অভিবাদন জানিয়েছেন এবং অনেকের সঙ্গে করমর্দনও করেছেন।

বারবারা গত মঙ্গলবার মারা যান। তার মৃত্যুর কয়েকদিনের মাথায়ই বুশের এ অসুস্থতা ও হাসপাতালে ভর্তিতে উদ্বিগ্ন পুরো পরিবার।

জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরে তার ছেলে জর্জ ডব্লিউ বুশ ২০০১ সাল থেকে দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।