কয়েকদিনের বিক্ষোভের পর আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

রাস্তায় রাস্তায় গত কয়েকদিনের বড় ধরনের বিক্ষোভের পর পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সের্জ সার্জিয়ান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 01:54 PM
Updated : 23 April 2018, 01:54 PM

এক বিবৃতিতে তিনি বলেন,  “রাজপথে আমার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। আমি আপনাদের দাবি মেনে নিচ্ছি।”

বিবিসি জানিয়েছে, দু’দফায় প্রেসিডেন্টের ৫ বছর মেয়াদ শেষের পরপরই গত মঙ্গলবার সার্জিয়ান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর বিরোধীদলের সমর্থকরা তার বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে থাকার অভিযোগ তোলে।

কয়েকদিনের বিক্ষোভের মুখে সার্জিয়ান পদত্যাগের ঘোষণা দিলেও তা কখন থেকে কার্যকর হবে সেটি স্পষ্ট জানা যায়নি।

বিরোধী দলীয় নেতা নিকোল পাশিনায়ান মুক্তি পাওয়ার পরপরই সার্জিয়ানের পদত্যাগের ঘোষণা এল। রোববার তাকে আটক করা হয়েছিল। প্রেসিডেন্টের সঙ্গে টেলিভিশনে অংশ নেওয়া এক আলোচনা ভেস্তে যাওয়ার পর পাশিনায়ান আটক হন।

সার্জিয়ান তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, দেশ নেতা হিসাবে তিনি রিপাবলিক অব আর্মেনিয়ার সব নাগরিকের সামনে শেষবারের মতো ভাষণ দিচ্ছেন।

তিনি বলেন, “আমি ভুল, নিকোল পাশিনায়ান ঠিক। এ পরিস্থিতি সমাধানের বেশ কিছু উপায় আছে। তবে আমি সেগুলোর কোনোটি নিচ্ছি না। দেশের নেতা হিসেবে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিচ্ছি।”