বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জাপানের নাবি তাজিমা ১১৭ বছর বয়সে মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 06:17 PM
Updated : 22 April 2018, 06:41 PM

শনিবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকাইজিমা দ্বীপের হাসপাতালে মারা যান এই বৃদ্ধা। কিয়োডো বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

নাবি তাজিমা গত জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি পৃথিবীর সবচেয়ে বষস্ক মানুষের মর্যাদা পেয়েছিলেন মাত্র সাত মাস আগে, জ্যামাইকার ভায়োলেন্ট ব্রাউনের মৃত্যুর পর। তার বয়সও হয়েছিল ১১৭ বছর।

তাজিমার জন্ম ১৯০০ সালের ৪ অগাস্ট। তার পরিবারে রয়েছে ছেলেমেয়ে, নাতি-পুতিসহ ১৬০ জনেরও বেশি সদস্য।

যুক্তরাষ্ট্রভিত্তিক জেরনটলজি রিসার্চ গ্রুপের তথ্যের ভিত্তিতে এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জাপানের সিয়াও ইয়োশিদা। তার বয়স ১১৬ বছর।

এ মাসের শুরুর দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে  জাপানের ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেওয়া হয়।

জাপানে গত বছরের সরকারি হিসাবে দেখা গেছে, দেশটিতে ১০০ বছর বয়সী প্রায় ৬৭ হাজার ৮২৪ জন মানুষ আছে। ১৯৬৩ সালে এ সংখ্যা ছিল ১৫৩।