যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রে টেনেসির ন্যাশভিলে বন্দুক হাতে নগ্ন এক ব্যক্তি একটি রেস্তোরাঁয় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে। গুলিতে আহত হয়েছে আরো কমপক্ষে চারজন।

>>রয়টার্স
Published : 22 April 2018, 01:22 PM
Updated : 22 April 2018, 04:10 PM

পুলিশ জানায়, রোববার ভোররাত ৩ টা ২৫ মিনিটের দিকে ন্যাশভিল উপকণ্ঠে অ্যান্টিওচের ওয়াফল হাউজ রেস্তোরাঁয় শুধুমাত্র সবুজ একটি জ্যাকেট পরা এক ব্যক্তি একটি এআর-১৫ অ্যাসল্ট রাইফেল নিয়ে ঢুকে গুলি ছুড়তে শুরু করে।

পরে রেস্তোঁরার এক খরিদ্দার রীতিমত কুস্তি লড়ে হামলাকারীর হাত থেকে রাইফেলটি ফেলে দিতে সক্ষম হন। লড়াই করে বন্দুক ছিনিয়ে নেয়া ওই খরিদ্দারকে ইতোমধ্যে 'নায়ক' আখ্যা দিয়েছে পুলিশ।

মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র অ্যারন বলেন, হামলাকারী পরে পায়ে হেঁটে পালিয়ে যায়। জ্যাকেটে নিজেকে আড়াল করেই সে ঘটনাস্থল ত্যাগ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  হামলাকারী ইলিনয়ের ২৯ বছর বয়সী যুবক ট্র্যাভিস রেইঙ্কিং। ওয়াফল হাউজ রেস্তোঁরায় হামলার সময় সে একটি গাড়িতে চড়ে এসেছিল। গাড়িটি রেইঙ্কিংয়ের নামে নিবন্ধিত বলে জানিয়েছে পুলিশ। তবে তার হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পুলিশ হামলাকারীকে খুঁজছে। তার কাছে আর কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ওদিকে, শনিবার মধ্যরাতে ন্যাশভিলের অন্য একটি জায়গায় গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে, ওই গোলাগুলির সঙ্গে ওয়াফল হাউজ রেস্তোরাঁয় হামলার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলাকারীর কাছে আরও অস্ত্র আছে এবং সে খুবই বিপদজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।