যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার সন্দেহভাজন সিরিয়ায় গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় জড়িত এক সন্দেহভাজন জঙ্গি সিরিয়ায় গ্রেপ্তার হয়েছে।

>>রয়টার্স
Published : 20 April 2018, 12:55 PM
Updated : 20 April 2018, 12:55 PM

পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে, এক মাসেরও বেশি সময় আগে তাকে গ্রেপ্তার করেছে সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ)।

পেন্টাগনের মুখপাত্র এরিক পাহোন বলেছেন, “আমরা নিশ্চিত করে বলছি যে, মোহাম্মদ হায়দার জামার নামের সিরীয়-বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে এক মাসেরও বেশি সময় আগে আটক করেছে এসডিএফ। সিরিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার অভিযানের অংশ হিসাবেই এসডিএফ জামারকে আটক করেছে।”

এসডিএফ সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে যাওয়া মিলিশিয়াদের জোট। পাহোন বলেন, “আমরা আমাদের এসডিএফ পার্টনারদের সঙ্গে কাজ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।”

৯/১১ কমিশন প্রতিবেদনে জামার সম্পর্কে বলা হয়েছে, তিনি সহিংস জিহাদে উদ্বুদ্ধ ছিলেন।

হামলায় বিমান ছিনতাইকারীদেরকে অর্থ সরবরাহের জন্য অভিযুক্ত রামজি বিনালসিবহকে প্রভাবিত করেছিলেন জামার। তাছাড়া, আল কায়েদা জঙ্গি এবং নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া আল মোহাম্মদ আত্তাকেও তথ্য দিতেন তিনি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এসডিএফ এর হেফাজতে শত শত বিদেশি জঙ্গি এবং সিরিয়ার হাজার হাজার আইএস জঙ্গি আটক আছে।