পাকিস্তানে হিজড়াদের প্রথম স্কুল

পাকিস্তানে প্রথমবারের মত হিজড়াদের জন্য একটি স্কুল খোলা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 01:43 PM
Updated : 16 April 2018, 01:43 PM

সোমবার স্কুলটিতে প্রথম পাঠদান হয়েছে বলে জানায় দৈনিক ‘দ্য ডন’ পত্রিকা।

বেসরকারি সংস্থা এক্সপ্লোরিং ফিউচার ফাউন্ডেশন (ইএফএফ) রোববার ‘দ্য জেন্ডার গার্ডিয়ান’ নামের এ স্কুল উদ্বোধন করে। পাকিস্তানে সংস্থাটির এটিই প্রথম প্রকল্প।

ইএফএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোইজাহ তারিক বলেন, “আমাদের প্রতিষ্ঠানে নিবন্ধিত হিজড়াদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও পাঠ্যক্রমের ব্যবস্থা থাকছে।”

“তাদের বেশিরভাগই ফ্যাশন শিল্পে আগ্রহ দেখিয়েছে। তারা প্রসাধন, ফ্যাশন ডিজাইনিং, এমব্রয়ডারি ও সেলাইয়ের কাজ শিখতে আগ্রহী। কেউ কেউ গ্রাফিক ডিজাইন এবং রান্নার কাজ শেখার আগ্রহ প্রকাশ করেছে। আমরা প্রথমে তাদের কাছ থেকে এই সব তথ্য সংগ্রহ করেছি এবং যে অনুযায়ী আমাদের কোর্স সাজিয়েছি।”

স্কুলের মালিক আসিফ শাহজাদ জানান, তার স্কুলে ৩০ জন হিজড়া ভর্তি হয়েছে।

২০১৬ সালে ইন্দোনেশিয়ায় হিজড়াদের একটি স্কুলে বোমা বিস্ফোরণ হয়।

আসিফ বলেন, “বিশ্বে মুসলিম কোনো দেশে হিজড়াদের একমাত্র স্কুল ছিল সেটি। ওই ঘটনার পর আমি হিজড়াদের শিক্ষাদানের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে আসার সিদ্ধান্ত নেই।”

এনজিওটি তাদের স্কুলের শিক্ষার্থীদের ডিপ্লোমা সনদ দেওয়ার পরিকল্পনাও করেছে। যাতে তারা চাইলে অন্য কোথাও চাকরির আবেদন করতে পারে।

এ স্কুলে ভর্তির কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই।