স্কুলে হামলা প্রতিরোধে শ্রেণিকক্ষে পাথর ভর্তি ঝুড়ি!

যুক্তরাষ্ট্রে স্কুলে একের পর এক বন্দুক হামলার মধ্যে পেনসিলভানিয়ার একটি স্কুলের অধ্যক্ষ শিক্ষার্থীদের আত্মরক্ষার অভিনব এক উপায় বের করেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 10:02 AM
Updated : 24 March 2018, 10:05 AM

স্কুলে বন্দুক নিয়ে হামলা রুখতে তিনি শ্রেণিকক্ষে ছোট ছোট পাথর ভর্তি ঝুড়ি রাখতে বলেছেন। যাতে প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা পাথর ছুড়ে বন্দুকধারীদের প্রতিহত করতে পারে।

গত ১৫ মার্চ প্রদেশের হাউজ এডুকেশন কমিটির বৈঠকে ব্লু মাউন্টেইন স্কুল ডিস্ট্রিক্ট সুপ্রিন্টেডেন্ট ডেভিড হেলসেল তার স্কুলে অভিনব এই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন।

তিনি বলেন, “প্রতিটি শ্রেণিকক্ষে পাঁচ গ্যালনের ঝুড়ি ভর্তি করে নদীর নুড়ি রাখা হচ্ছে।

“যদি কোনো বন্দুকধারী আমাদের কোনো শ্রেণিকক্ষে প্রবেশের চেষ্টা করে তবে তাকে পাথর হাতে প্রস্তুত শিক্ষার্থীদের মোকাবেল করতে হবে। শিক্ষার্থীরা তাকে পাথর ছুড়ে প্রতিহত করবে।”

বৃহস্পতিবার অনলাইনে হেলসেলের ওই বক্তৃতার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে।

বাজফিড নিউজ এ বিষয়ে জানতে হেলসেলকে প্রশ্ন করলে তিনি বলেন, গত দুই বছর ধরেই তার স্কুলে প্রতিরোধের এ ব্যবস্থা চালু আছে।

তিনি বলেন, “যদি হামলার পর উদ্ধার অভিযান ব্যর্থ হয় তবে শেষ অবলম্বন হিসেবে শিক্ষার্থীরা হামলাকারীদের দিকে পাথর ছুড়ে প্রতিরোধ গড়তে পারবে।”

গতমাসে ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে সাবেক এক শিক্ষার্থীর গুলিতে ১৭ জন নিহত হয়।

ওই হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে আবারও কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়।

ওই হামলায় বেঁচে যাওয়া শতাধিক শিক্ষার্থী বন্দুক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে আইনপ্রণেতাদের ওপর আরো চাপ সৃষ্টি করতে ফ্লোরিডার রাজধানী তালাহাসিতে গিয়ে বিক্ষোভ করে।

হামলা ও বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার মেরিল্যান্ডের সেন্ট মেরি কাউন্টির গ্রেট মিলস হাই স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে এক ছাত্রী নিহত এবং এক ছাত্র আহত হয়।

ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীর গুলিতে হামলাকারী শিক্ষার্থীও মারা যায়।