আফগানিস্তানে স্টেডিয়ামে আত্মঘাতী হামলায় নিহত ১৪

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি স্টেডিয়ামের প্রবেশ ফটকের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 24 March 2018, 07:11 AM
Updated : 24 March 2018, 07:11 AM

প্রাদেশিক রাজধানী লস্কর গাহর গাজি মুহাম্মদ আইয়ুব খান স্টেডিয়ামে শুক্রবার রাতে একটি রেসলিং ম্যাচ শেষে দর্শকরা যখন প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন তখন ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে আত্মঘাতী হামলা চালায় চালক।

ঘটনাস্থলের ছবিতে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

হেলমান্দের গভর্নর সাংবাদিকদের বলেন, “হামলাকারী স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু সন্দেজনক আচরণের কারণে পুলিশ তাকে আগেই থামায় এবং তখনই সে নিজেকে উড়িয়ে দেয়।”

স্থানীয় সংবাদমধ্যমে নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

মাত্র দুই দিন আগে রাজধানী কাবুলে নতুন বছর উদযাপন অনুষ্ঠান নওরোজ পালনে জড় হওয়া ভিড়ের মধ্যে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩১ জন নিহত হয়।

ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।