কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 08:43 AM
Updated : 21 March 2018, 03:52 PM

বুধবার কাবুলের একটি মাজারের কাছে চালানো এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

কাবুলের বাসিন্দারা ফার্সি নববর্ষ নওরোজ উৎসবের ছুটি পালনকালে হামলাটি চালানো হয়। 

কাবুলের কার্ত ই সাকি মাজারের কাছে এক বোমারু বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় বলে জানিয়েছেন আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি।

এর আগেও এই মাজারটি লক্ষ্য করে কয়েকবার হামলা চালিয়েছিল জঙ্গিরা।

নগরীর প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত শিয়া সম্প্রদায়ের মাজারটি থেকে লোকজন বের হয়ে আসার সময় হামলাটি চালানো হয়।

প্রাচীন পারসিক উৎসব নওরোজ বসন্তের শুরুতে উদযাপিত হয়। পুরো আফগানিস্তানজুড়ে এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়। কিন্তু দেশটির কিছু কট্টরপন্থি গোষ্ঠী এই উৎসবকে অনৈসলামিক বলে বিবেচনা করে।