টেক্সাসে এবার ফেডএক্সের গুদামে পার্সেল বোমা

টেক্সাসের সান অ্যান্টনিওর কাছে ফেডএক্স এর একটি গুদামে পার্সের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 01:16 PM
Updated : 20 March 2018, 01:16 PM

স্থানীয় অগ্নিনির্বাপণ বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, স্চেটজ শহরে ফেডেএক্সের গুদামে সোমবার রাতে ওই বিস্ফোরণ হয়।

এফবিআই এবং স্থানীয় একটি বোমস্কোয়াড ঘটনাস্থল পরীক্ষা করছে।

গত কয়েক সপ্তাহে টেক্সাসে এটি পঞ্চম বোমা বিস্ফোরণে ঘটনা। এর আগে টেক্সাসের রাজধানী অস্টিনে চারটি বোমা বিস্ফোরণে দুইজন নিহত এবং চারজন আহত হন।

ওই চারটি বোমার মধ্যে তিনটি আবাসিক ঠিকানায় পাঠানো পার্সেলের মধ্যে লুকানো ছিল। অন্য বোমাটি অস্টিনের দক্ষিণ-পশ্চিমের একটি সড়কে পোঁতা ছিল।

দুই ব্যক্তি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বোমার সঙ্গে সংযুক্ত ‘ট্রিপওয়্যার’ এ পা দিলে ফেললে সেটি বিস্ফোরিত হয়ে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হন।

এ ঘটনার পেছনে কারা দায়ী তা এখনও জানা যায়নি।

পুলিশ বলছে, চারটি ঘটনায় একই ধরনের ডিভাইস ব্যবহৃত হয়েছে। তবে আগের হামলাগুলোর সঙ্গে সর্বসাম্প্রতিক বিস্ফোরণ ঘটনার সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার বোঝা যাচ্ছে না।