
জন্মনিয়ন্ত্রণে পুরুষের জন্য নতুন নিরাপদ পিল
>> আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-03-19 23:55:35.0 BdST Updated: 2018-03-20 00:50:30.0 BdST
জন্মনিয়ন্ত্রণের জন্য পুরুষরা নিয়মিত খেতে পারবেন এমন একটি নিরাপদ পিল আবিষ্কারের দাবি করেছেন গবেষকরা।
দিনে একটি করে খাওয়ার এ পিল পরীক্ষায় নিরাপদ প্রমাণিত হয়েছে এবং এর কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এন্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সম্মেলনে গবেষণার এ তথ্য প্রকাশ করে ‘ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের’ গবেষকরা বলেছেন, পিলটির নাম ডাইমিথেন্ড্রোলোন আনডেকানোয়েট বা (ডিএমএইউ)। এটি নিরাপদে একমাস ধরে দৈনিক খাওয়া যাবে।
পিলটি নারীদের জন্মনিয়ন্ত্রণ পিলের মতোই। এ ওষুধ শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজনীয় হরমোন কমিয়ে দিয়ে কার্যকরভাবে জন্মনিয়ন্ত্রণ করতে সক্ষম।
গবেষক দলের প্রধান অধ্যাপক স্টেফানি পেজ বলেন, “জন্মনিয়ন্ত্রণের উপায় হিসেবে ইনজেকশন বা জেলের তুলনায় বেশির ভাগ পুরুষই দৈনিক একটি করে পিল খাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।”
পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রণ পিলের গবেষণা অনেক দিন ধরে হয়ে আসলেও তা বরাবরই বাধার সম্মুখীন হয়েছে। দেখা গেছে, এ ধরনের কিছু পিল যকৃতে প্রদাহ সৃষ্টি করে। আবার কিছু পিলের কার্যকারিতা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ফলে দিনে দুইবার করে তা সেবনের প্রয়োজন পড়ে। কিন্তু নতুন গবেষণায় পাওয়া ডিএমএইউ সেবনে এসব সমস্যা হবে না।
এ গবেষণায় ১৮ থেকে ৫০ বছর বয়সের ১০০ জন সাস্থ্যবান পুরুষ অংশ নিয়েছে, তবে এর মধ্যে গবেষণা শেষ করেছে ৮৩ জন।
ডিএমএইউ এর তিনটি ডোজ ১০০, ২০০ ও ৪০০ মিলিগ্রাম দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়| শেষে তাদের রক্তও পরীক্ষা করা হয়।
দেখা যায়, উচ্চমাত্রার অথাৎ, ৪০০ মিলিগ্রাম ডিএমএইউ যারা সেবন করেছেন, তাদের দেহে টেস্টোস্টেরন এবং শুক্রাণু উৎপাদনের আরও দুইটি হরমোন উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে।
আর পিলটি সেবনের পর সবারই অল্প মাত্রায় ওজন এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়তে দেখা গেলেও এর কোনো নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
পুরুষের কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পিলের ক্ষেত্রে গবেষণার এ ফলকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়েছেন প্রধান গবেষক স্টেফানি পেজ।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ‘ব্ল্যাক প্যানথার’ নিয়ে সৌদি আরবে সিনেমা হলের নবযাত্রা
- ফ্রান্সের দেওয়া সম্মাননা ফিরিয়ে দিলেন আসাদ
- দেশের নামই বদলে দিলেন সোয়াজিল্যান্ডের রাজা
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- ৪০ বছর পর স্বজনদের মেলাল ইউটিউব ভিডিও
- যুক্তরাষ্ট্রের সিনেটে শিশুসন্তান নিয়ে ভোটদানের অনুমতি
- উত্তর কোরিয়া ‘পূর্ণ নিরস্ত্রীকরণ’ চায়: দ. কোরিয়া
- রোহিঙ্গা সঙ্কট: কমনওয়েলথকে হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান
- শপথ নিলেন কিউবার নতুন প্রেসিডেন্ট দিয়াস-কানেল
- শিশুদের অ্যাপে লিঙ্গবর্ধকের বিজ্ঞাপন, নিন্দা
সর্বাধিক পঠিত
- পেটানোর ভিডিও ভাইরাল, চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির পদত্যাগ
- কথা রাখলেন অনন্ত জলিল
- বোলিংয়ে বিবর্ণ সাকিব, গেইলের সেঞ্চুরি
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ হবে টি-টোয়েন্টির
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- বিয়ের আগে অতীত শারীরিক সম্পর্কের বিষয়ে কি জানানো উচিত?
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- বিপিএলে এবার একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি
- ছাত্রলীগের তদন্ত নিয়ে প্রশ্ন বহিষ্কৃত মুনের
- নেইমারের ফেরা নিয়ে অনিশ্চিত এমেরি
- পাওয়া গেছে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে