সিরিয়ার আফরিন থেকে সেনা প্রত্যাহার করবে তুরস্ক

‘সন্ত্রাসীদের’ নির্মূলের পর সিরিয়ার আফরিন থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক।

>>রয়টার্স
Published : 19 March 2018, 03:38 PM
Updated : 19 March 2018, 04:09 PM

সিরিয়ার সীমান্ত সংলগ্ন আফরিন অঞ্চল  থেকে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের তাড়াতে জানুয়ারিতে তুরস্ক এবং তাদের সিরীয় মিত্রবাহিনী অভিযান শুরু করে।

রোববার তারা আঞ্চলিক রাজধানী আফরিনের দখল নিয়ে নগরীর কেন্দ্রস্থলে পতাকা ওড়ায় এবং কুর্দিদের জনপ্রিয় নেতা ব্ল্যাকস্মিথ কাওয়ার মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে।

ওয়াইপিজি’কে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে স্বায়ত্তশাসনের জন্য সশস্ত্র বিদ্রোহরত কুর্দি গোষ্ঠী পিকেকের বর্ধিতাংশ বলে বিবেচনা করে আঙ্কারা।

রোববার তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ বলেন, “আমরা আফরিনে স্থায়ীভাবে থাকব না। নিশ্চিতভাবেই আমরা আক্রমণকারী নই। আমাদের লক্ষ্য ওই অঞ্চলকে জঙ্গিমুক্ত করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া।”

আফরিন অভিযানে ২৮০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। আর গত কয়েক দিনে প্রায় দেড় লাখ মানুষ আফরিন ছেড়েছে।

সিরিয়ায় প্রায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে তুরস্ক দ্বিতীয়বারের মত সীমান্ত অতিক্রম করে অভিযান পরিচালনা করছে।

গত বছর শুরুর দিকে তুর্কি বাহিনী ইফ্রেতিস অঞ্চলে অভিযান চালিয়েছিল। তুর্কি সেনাদের উপস্থিতিতে সেখানে এখন স্থানীয় শাসন ব্যবস্থা চালু রয়েছে।