আফ্রিনের কেন্দ্রস্থল থেকে কুর্দিদের হটাল তুর্কি বাহিনী

তুরস্কসমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি (এফসিএ) সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শহর আফ্রিনের কেন্দ্রভাগের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 01:55 PM
Updated : 18 March 2018, 01:55 PM

এফসিএ’র প্রকাশ করা ছবি ও ভিডিওতে সেনাদের আফ্রিনের সিটি সেন্টারে পতাকা ওড়াতে এবং কুর্দিদের জনপ্রিয় নেতা ব্ল্যাকস্মিথ কাওয়ার মূর্তি বুলডোজার  দিয়ে ভেঙে ফেলতে দেখা যায় বলে জানায় বিবিসি।

কুর্দিদের আন্দোলনকে বেগবান করতে কাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

যদিও দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটর্স জানায়, তুরস্ক ও এফএসএ সেনারা আফ্রিনের অর্ধেকটা দখল করেছে। রোববার সকালেও সেখানে কয়েকটি এলাকায় লড়াই চলছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান তার দেশের কুর্দিদের জঙ্গি সংগঠন ঘোষণা করেছেন এবং সিরিয়ার ওয়াইপিজি’কে তুর্কি কুর্দিদের বর্ধিত অংশ বলে বিবেচনা করেন।

এফসিএ’র আফ্রিন জয়ের ঘোষণা আসার আগে এরদোয়ান বলেন, “আজ সকালে ফ্রি সিরিয়ান আর্মি জোট আফ্রিনের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। বেশিরভাগ জঙ্গি লেজ গুটিয়ে পালিয়েছে।”

এখনও বিদ্রোহীদের কেউ লুকিয়ে আছে কিনা তা দেখতে এবং পুঁতে রাখা মাইন পরিষ্কারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যদিও এফসিএ মুখপাত্র মোহাম্মদ আল-হামাদ্বীন বলেন, তারা বিনা বাধায় তিন দিক দিয়ে আফ্রিনে প্রবেশ করেছেন।

“হয়ত দিন শেষে আমাদের পরিষ্কার অভিযানও শেষ হয়ে যাবে। সেখানে ওয়াইপিজি’র কোনো যোদ্ধা নেই।”

এ অভিযানে ২৮০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় কয়েকটি মানবাধিকার সংগঠন। যদিও আঙ্কারা ওই দাবি অস্বীকার করেছে।