এজিয়ান সাগরে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু

গ্রিসের একটি দ্বীপের উপকূলে ইউরোপ অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ছোট নৌকা ডুবে পাঁচটি শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 01:18 PM
Updated : 17 March 2018, 01:18 PM

শনিবার এজিয়ান সাগরে নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছেন গ্রিসের কোস্ট গার্ডের কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ঘটনাটি ঘটেছে তুরস্কের উপকূলের অদূরে গ্রিসের আগাফোনিসি দ্বীপের কাছে। যাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় ও জাতীয়তা নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গ্রিসের কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেছেন, “আরও অন্তত চার জন (অভিবাসন প্রত্যাশী) নিখোঁজ (রয়েছেন) ।”

অপর তিন জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত কয়েক মাসে গ্রিসের দ্বীপগুলোতে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে এটিই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা বলে মনে করা হচ্ছে।

গ্রিসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিশ্বাস নৌকাটিতে ২২ জন লোক ছিল।

গ্রিসের কোস্ট গার্ডের জাহাজগুলো দুটো হেলিকপ্টার নিয়ে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।