পেনসিলভানিয়ার রিপাবলিকান ঘাঁটিতে ‘জয় ডেমোক্রেট প্রার্থীর’

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এইটিন্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের উপনির্বাচনে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2018, 08:51 AM
Updated : 14 March 2018, 08:51 AM

ভোটের পর গণনায় ডেমোক্রেট প্রার্খী কনর ল্যাম্ব ও রিপাবলিকান প্রার্থী রিক স্যাকনের মধ্যে ব্যবধান দেখা গেছে ছয়শরও কম।

আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে কর্তৃপক্ষ অনুপস্থিত ব্যালট গুনে দেখছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ হওয়ার পর গত বছরের অক্টোবরে রিপাবলিকান সাংসদ টিম মারফির পদত্যাগে আসনটি শূন্য হয়েছিল।

আনুষ্ঠানিক ফল না এলেও ভোটের ফলে সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটদের মধ্যে রক্ষণশীল হিসেবে পরিচিত ল্যাম্ব।      

২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ২০ পয়েন্টের স্পষ্ট ব্যবধানে হিলারিকে হারিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে এইটিন্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ভোটের হার রিপাবলিকানদের কপালের ভাঁজ বাড়িয়ে দেবে বলে ধারণা পর্যবেক্ষকদেরও।

“ভাবনার চেয়েও কিছু বেশি সময় লেগেছে, শেষ পর্যন্ত আমরা পেরেছি, আপনারা পেরেছেন,” উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে বলেন ল্যাম্ব। নির্বাচনী প্রচারণায় এ ডেমোক্রেট নিজ দলের সংসদীয় নেতা ন্যান্সি পেলসির বিভিন্ন নীতির সমালোচনা করেছেন।

৩৩ বছর বয়সী সাবেক এ মেরিন সদস্য আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর না করে ক্রেতার অতীত ইতিহাস খতিয়ে দেখার প্রক্রিয়া শক্ত করার ওপর জোর দিয়েছেন; ব্যক্তিগতভাবে গর্ভপাতের বিরুদ্ধে অবস্থানের কথাও প্রকাশ্যে বলেছেন তিনি।

গণনায় এ ডেমোক্রেট ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখা গেছে; প্রতিদ্বন্দ্বী ৬০ বছর বয়সী স্যাকন আছেন ঘাড়ের কাছে ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে। দুজনের ভোটের ব্যবধান ৫৭৯।

উপনির্বাচনে যেই বিজয়ী হোক, তাকে অল্প কয়েক মাসের মধ্যে নতুন নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বছর শেষে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের জন্য কংগ্রেসনাল ডিস্ট্রিস্টের যে নতুন সীমানা বিন্যস্ত করেছে তাতে এইটিন্থ ডিস্ট্রিকটি চারটি আলাদা এলাকায় ভাগ হয়ে গেছে।