সিরিয়ার আফরিন ঘিরে ফেলেছে তুর্কি বাহিনী

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত আফরিন শহর ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 05:10 PM
Updated : 13 March 2018, 05:10 PM

এক বিবৃতিতে তারা আফরিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাও দখল করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে।

এক কুর্দিও শহরটির সব রাস্তা তুর্কি বাহিনীর গোলা হামলার শিকার হওয়ার খবর নিশ্চিত করেছেন।

শহরটির শত শত বেসামরিক নাগরিক সোমবার সিরিয়া সরকার নিয়ন্ত্রিত আশেপাশের এলাকাগুলোতে পালিয়ে গেছে।

আফরিন থেকে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) মিলিশিয়াদের তাড়াতে ২০ জানুয়ারি থেকে অভিযান শুরু করেছে তুরস্ক।

এই ওয়াইপিজি মিলিশিয়ারা নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ত বলে মনে করে তুরস্ক। দলটিকে তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবেই বিবেচনা করে। দলটি দক্ষিণ-পূর্ব তুরস্কে তিন দশক ধরে কুর্দি স্বায়ত্ত্বশাসনের জন্য লড়াই করে আসছে।

সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি বাহিনী আফরিন ঘিরে ফেলছে। মঙ্গলবার তারা সেখানকার ৯০ টি গ্রাম এবং কাছের শহরগুলো ঘিরে ফেলে।