এবার কেরালায় গান্ধীর মূর্তিতে হামলা

ভারতে মূর্তির ওপর একের পর এক হামলা চলছেই। এবার কেরালায় হামলার কবলে পড়েছে মহাত্মা গান্ধীর মূর্তি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2018, 05:15 PM
Updated : 8 March 2018, 05:22 PM

কান্নুর জেলায় থালিপারাম্বার প্রশাসনিক দপ্তর প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গান্ধীর মূর্তিতে এক ব্যক্তি হামলা চালিয়েছে। তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় অধিবাসীরা এ হামলা হতে দেখার কথা জানিয়েছে। ঘটনাস্থলে যারা ছিল তারা হামলাকারীর ছবিও তোলার চেষ্টা করে।

পুলিশের ভাষ্য, গেরুয়া লুঙ্গি পরা এক ব্যক্তি এ হামলা চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটকও করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

হামলার বর্ণনায় এক কর্মকর্তা বলেছেন, মূর্তিতে আঘাত করে চশমা ভেঙে ফেলা হয়েছে। মূর্তির গলা থেকেও মালা খুলে ছুড়ে ফেলা হয়েছে।

তবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালানো হয়নি বলেই মনে করছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “হামলাকারী মানসিক ভারসাম্যহীন। হামলার ঘটনায় রাজনৈতিক কোনো যোগসূত্র নেই।” তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কিছুদিন আগে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামেদের শোচনীয় হারের পর সেখানে লেনিনের মূর্তি ভাঙা হয়।

তারপর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মূর্তির উপরে হামলার অভিযোগ আসছে।

তামিলনাড়ুতে পেরিয়ারের মূর্তি ভাঙা হয়েছে।  হামলা হয়েছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতেও। উত্তরপ্রদেশে আক্রান্ত হয়েছে অম্বেডকরের মূর্তি।